ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

রমজানের স্নিগ্ধতায় ভরে উঠুক মুমিন হৃদয়

প্রকাশনার সময়: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৬

শাবান মাস শুরু হয়েছে। রমজানও কড়া নাড়ছে আমাদের দুয়ারে। আকাশে-বাতাসে বইছে রমজানের একটা স্নিগ্ধ আমেজ। জান্নাতের খুশবুতে মেতে উঠুক ধরণির আকাশ বাতাস বন-বনানী, মাঠ-ঘাট।

সবখানে যেন মেখে বেড়াচ্ছে রমজানের একটা অপূর্ব সৌরভ। যার ঘ্রাণে বিমোহিত হবে মুসলমানদের সুপ্ত হৃদয়। সিয়াম সাধনা ও আত্মত্যাগের মহিমায় আলোকিত হোক প্রতিটি মুমিন হৃদয়। জান্নাতি সাজে সুসজ্জিত হোক পৃথিবীর দিক দিগন্ত।

অন্যায় অবিচার ভুলে সবাই নিজেকে সিয়াম সাধনায় নিবেদিত করে দিক প্রভুর সমীপে। পুণ্যের ঝলকানিতে ধরাধামে ফিরে আসুক মনুষ্যত্বের মানবিকতা। যেই মানবিকতায় মানুষ মানুষের সেবায় এগিয়ে আসবে।

রমজানের শিক্ষাকে অন্তরে ধারণ করে, পুরো বছরের পাথেয় হোক মুমিনের অঙ্গীকার।

সেই উদ্দেশ্যকে হৃদয়ে ধারণ করে। সেই ত্যাগ তিতিক্ষার সাধনা আর মহিমায় হৃদয় থেকে বিদূরিত হোক অনাচার আর পাপাচারের কুৎসিত ময়লা।

চারিদিক থেকে ভেসে আসুক সিয়ামের একটা প্রতিধ্বনি। যেই প্রতিধ্বনি মুমিনের ভেতরে জাগায় আখেরাতের চেতনা, আর অন্ধকার জাহিলিয়াতের প্রতি দূরত্ব ভাব। তবেই মুমিন ব্যক্তি স্বার্থক।

তাই চলুন সেই আনন্দের মুর্ছনায় হারিয়ে যেতে এবার নিজেকে বারংবার সপে দেই মহামহিম সেই রবের কাছে।

লেখক- ছড়াকার, কলামিস্ট।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ