ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

একটু কি ভেবে দেখেছি!

প্রকাশনার সময়: ০৮ মে ২০২৪, ০৯:৪৩

সূরা ফাতিহায় রোজ রোজ তিলাওয়াত করছি, ‘ইহদিনাস সিরাতাল মুসতাকিম।’ ওগো আল্লাহ, তুমি আমাদের সরল পথটি দেখাও সে পথে চালাও যে পথ নবী, সিদ্দীক, শহিদ ও সৎকর্মপরায়ণগণের পথ। যারা— ‘আনআমতা আলাইহিম।’

আমাদের বাঁচাও সে পথ থেকে যা নবী, সিদ্দীক, শহিদ ও সৎকর্মপরায়ণগণের পথ নয়। হোক তা তাত্ত্বিক কোনো মতাদর্শ, হোক তা প্রায়োগিক কোনো জীবনের শিল্পকলা।

সেই যুগের ও এ যুগের ‘গাইরল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দল্লিন’ তথা ইহুদি ও খ্রিস্টান এবং তাদের কৃষ্টি ও সংস্কৃতির অনুকূল যেন না হয়, হোক তা তাত্ত্বিক কোনো মতাদর্শ, হোক তা প্রায়োগিক কোনো জীবনের শিল্পকলা। হাদিসে আছে, ইহুদি ও খ্রিস্টান ও তাদের দোসর টাইপের লোকদের থেকে দূরে থাকা উচিত। এমনকি তাদের বই-পুস্তক পাঠ করা থেকে বিরত থাকা বাঞ্ছনীয়। অথচ আমাদের প্রতিদিনের পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য, চিন্তা-ভাবনা, জীবনাচার, পোশাক-পরিচ্ছদ সবই তাদের হুবহু অনুকরণ।

প্রতিদিন যা বলছি, প্রতিদিন তা মিথ্যা করে চলছি। প্রতি সপ্তাহে যা বলছি, প্রতি সপ্তাহে তা মিথ্যা করে চলছি। প্রতি বছর যা বলছি, প্রতি বছর তা মিথ্যা করে চলছি। এই এক শহর মিথ্যার শহর। এই এক শহর মিথ্যার জীবন। মিথ্যার মাঝে আমাদের বসবাস। বেশ তো ভালোই দিনকাল যাচ্ছে

এই মিথ্যের মাঝে সব থেকে সত্য ও নিখাদ, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ