ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

প্লে-অফ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে লখনৌ

প্রকাশনার সময়: ০৮ মে ২০২৪, ১৯:৫৪ | আপডেট: ০৮ মে ২০২৪, ২০:০৫

আইপিএলের ৫৬ ম্যাচ শেষেও কোনো দলেরই প্লে-অফ নিশ্চিত হয়নি। আবার হিসেবের দিক থেকেও কোনো দলই ছিটকে যায়নি। তাই দলগুলোকে একটি কঠিন সমীকরণের মধ্য দিয়ে পার হয়ে প্লে-অফ নিশ্চিত করতে হবে।

সমান ১১ ম্যাচে সমান ১২ পয়েন্ট লখনৌ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদের। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে (-০.৩৭১) পিছিয়ে টেবিলের ছয়ে লখনৌ। অন্যদিকে টেবিলের চারে হায়দরাবাদ।

সোমবার (৬ মে) নিজেদের সবশেষ ম্যাচে মুম্বাইয়ের সঙ্গে হেরে প্লে-অফের দৌড়ে বড় ধাক্কা খেয়েছে প্যাট কামিন্সের দল। তাই আজকের (৮ মে) ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনাল। এই ম্যাচে জয়ী দলই প্লে-অফের দৌড়ে একধাপ এগিয়ে যাবে।

বুধবার বাঁচামরার লড়াইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লখনৌর অধিনায়ক কেএল রাহুল।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ