ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ভাঙা রেললাইনে বস্তা গুজে চলছে ট্রেন

প্রকাশনার সময়: ০৮ মে ২০২৪, ১৯:০২

নাটোরের বাগাতিপাড়ায় রেললাইনে ফাটল দেখে হাত দিয়ে সিগনাল দিয়ে আব্দুলপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন থামিয়ে দেন স্থানীয়রা। এতে অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় ট্রেন এবং যাত্রীরা।

বুধবার (৮ মে) উপজেলার লোকমানপুর এলাকার রেল লাইনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকাল অনুমানিক ৯টার দিকে ওই পথ দিয়ে গরু ছাগলের ঘাস কেটে ফেরার সময় রেললাইনে ফাটল দেখতে পান কয়েকজন। আস্তে আস্তে খবরটি ছড়িয়ে পড়লে সেখানে অনেক লোক জড়ো হয়। পরে আব্দুলপুর থেকে কমিউটার ট্রেন আসতে দেখে সবাই মিলে হাত দিয়ে সিগনাল দিলে ট্রেনটি থামিয়ে দেন চালক। পরে খুব ধীরগতিতে ওই ট্রেনটি সেখান থেকে পার হয়।

রেলওয়ে পশ্চিামাঞ্চলের জিএম আব্দুল আওয়াল ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত বস্তার গোজা দিয়ে ধীর গতিতে ট্রেন পারাপারের ব্যবস্থা করা হয়েছে। খবর পেয়ে সেখানে লোক পাঠানো হয়েছে। ফাটল ধরা রেললাইন স্থায়ীভাবে ঠিক করার কাজ চলছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ