ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ বৃহস্পতিবার

প্রকাশনার সময়: ০৯ এপ্রিল ২০২৪, ১৯:৪৬ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪, ১১:০৯

দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে বুধবার (১০ এপ্রিল) হবে পবিত্র রমজানের ৩০ দিন পূর্ণ হবে এবং শাওয়াল মাস শুরু হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।

অর্থাৎ ওই দিনই দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

মঙ্গলবার (৯ এপ্রিল) মাগরিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়কমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এদিকে সোমবার (৮ এপ্রিল) মধ্যপ্রাচ্যে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং ইউরোপের অনেক দেশে বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ