ঢাকা, রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬

সবকিছুর দাম আকাশ ছোঁয়া, দুর্বিষহ জনজীবন

প্রকাশনার সময়: ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭

নিত্যপণ্যের দাম এখন যেন আকাশ ছুঁয়েছে। সবকিছুই এখন নাগালের বাইরে। মানুষ এখন চরম বিভ্রান্ত হয়ে দিগ্বিদিক হারিয়ে ফেলছে। অশান্ত ও অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে মধ্যবিত্ত পরিবারগুলোতে।

সিজনাল সবজিও এখন আগের দামেই বিক্রি হচ্ছে। আজ দু’চার-পাঁচ টাকা কমে এলেও, কাল আগের চেয়েও বেশি বা তার সমান দাম বাজারে ওঠানামা করছে। চরম ভোগান্তির শিকার মানুষ এখন দোটানায় দিনাতিপাত করছে। রোজার আগে যদি সবকিছুর দাম হাতের নাগালে না আসে, তাহলে জনজীবন হয়ে উঠবে চরম দুর্বিষহ।

বিক্রেতারা নিজেদের মতো করে সবকিছুতেই কারসাজি করে দাম হাঁকাচ্ছেন। এতে করে সবখানে একটা বিপর্যয় দেখা দিয়েছে।

সকল পণ্যদ্রব্যের দাম যদি রোজার আগেই নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে প্রতিটি মানুষকে আরও বেগ পেতে হবে। আরও বির্পযয় নেমে আসতে পারে অসহায় ও দারিদ্র জীবনে।

সুতরাং নিম্নশ্রেণির পরিবারগুলোর দিকে খেয়াল করে হলেও জনপ্রশাসনকে একটু তৎপর হওয়া উচিৎ। এতে করে যারা রোজকার কাজ করে জীবিকা নির্বাহ করেন, তাদের জীবনটা একটু হলেও স্বস্তিতে কাটবে।

লেখক- ছড়াকার, কলামিস্ট।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ