ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার

প্রকাশনার সময়: ২৩ মার্চ ২০২৪, ২১:২৮ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১২:৫২

নড়াইলের লোহাগড়া উপজেলার ডহরপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বাড়ি-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে গেছে পরিবার দুটি।

শনিবার (২৩ মার্চ) দুপুরে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, শুক্রবার (২২ মার্চ) রাতে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রুমান ফকিরের বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে পার্শ্ববর্তী আহম্মদ শেখের বিভিন্ন ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে উঠার আগেই আগুনের লেলিহান শিখায় ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লোহাগড়া ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৃষিজীবী দুটি পরিবারের ঘরের সব মালামালসহ মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিঃস্ব পরিবার দুটি ঘুরে দাঁড়াতে এখন সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ