ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

অবৈধভাবে মাটি পাচারে ৪ জনের কারাদণ্ড

প্রকাশনার সময়: ০৭ মে ২০২৪, ১৮:৫৬

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মাটি পাচারের অভিযোগে ৪ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ মে) দুপুরে উপজেলার বারো বাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছর আহাম্মেদ।

জানা যায়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি চক্র কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বারো বাড়িয়া এলাকায় গোয়ালিয়া নদী থেকে মাটি পাচার করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ। এ সময় তিনি মাটি পাচার বন্ধ করে দেন এবং ৪ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ