ঢাকা, বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

৭টি মোটরসাইকেলসহ দোকান পুড়ে ছাই

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৪২ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪, ১৩:৪৪

কিশোরগঞ্জের হোসেনপুরে একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাতটি মোটরসাইকেলসহ পুরো ওয়ার্কশপটি পুড়ে ভস্ম হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে উপজেলার দ্বীপশ্বের গোল চত্বরে ইঞ্জিনিয়ার ওয়ার্কশপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরের দিকে ওই ওয়ার্কশপটিতে আগুন লাগে। মুর্হূতেই ওয়ার্কশপের ভেতরে থাকা মোটরসাইকেল ও যন্ত্রপাতিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এতে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস; কিন্তু ততক্ষণে দোকান পুড়ে যায়। এ সময় দোকানগুলোতে থাকা মোটরসাইকেল সহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুনে ভস্ম ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের মালিক সাদেক জানান, এ অগ্নিকাণ্ডে তার আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত সাদেক কান্না জড়িত কণ্ঠে বলেন, 'ছোট বেলা থেকে মানুষের দোকানে কাজ করে নিজে একটা ওয়ার্কশপের দোকান দিয়েছিলাম । আমার ও বিভিন্ন মানুষের রাখা সাতটি মোটরসাইকেল এবং মালামালসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন ঋণ নিয়ে আমার ওয়ার্কশপ গড়া নিমিষেই পুড়ে শেষ। আমি একবারে নিঃস্ব হয়ে গেছি, আমি এখন কোথায় গিয়ে দাঁড়াবো?'

সাদেক আরও বলেন, 'রাতে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাই। ভোরে ফোন পেয়ে দোকানে এসে দেখি, আগুনে পুড়ছে দোকান। সাথে নগদ টাকা সহ মালপত্র সব পুড়ে গেছে। সব হারিয়ে এখন আমি পথে বসে গেলাম।'

গোল চত্বরে বিশিষ্ট ব্যবসায়ী সালাম বলেন, 'অগ্নিকাণ্ডে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা হবে।'

হোসেনপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রাকিব হোসেন বলেন, 'আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। অগ্নিকাণ্ডে দোকানে সবকিছু পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।'

নয়াশতাব্দী/এনএইচ/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ