ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ব্লেড মন্টু বাহিনীর ১৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০১ মার্চ ২০২৪, ১৮:৪৩ | আপডেট: ০১ মার্চ ২০২৪, ১৯:০০

তেজগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী মন্টু প্রকাশ ব্লেড মন্টু বাহিনীর ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন মাদক সামগ্রী উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নজরুল ইসলাম (৫৩), মো. রফিক (৩০), মো. সুরুজ মিয়া (৩১), মো. আমির হোসেন (৫৫), মো. হারুন মিয়া (৪৩), মো. মনির হোসেন (২৫), মো. রুবেল কাজী (২৭), মো. কিরণ মিয়া (৪৫), মো. রুহুল আমিন (২০), মো. হালিম (৪০), মো. বেলাল হোসেন (৪৫), মো. সিফাত হোসেন (১৮), মো. গোলাম মোস্তফা (২৪), মো. জামাল হোসেন (৩৫) এবং মো. আলম মিয়া (৫৪)।

পুলিশ জানায়, তারা ব্লেড মন্টুর হয়ে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। তাদের প্রায় প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর আগে তাদের অনেকেই গ্রেপ্তার হলেও ব্লেড মন্টু তাদের জামিন করিয়ে নেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ব্লেড মন্টুকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ব্লেড মন্টু তেজগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৩০টি মামলা রয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ