ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

বেইলি রোড ট্র্যাজেডি

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ২০:৫৩ | আপডেট: ০৭ মার্চ ২০২৪, ২০:৫৯

বেইলি রোড ট্র্যাজেডি

-মুনির আহমদ

সন্ধ্যাটা আজ বাড়ি নেই

শুনলাম বিকেলটা বাড়ি ফিরতে গিয়ে

হঠাৎ রাস্তায় এক্সিডেন্ট করে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে

ডাক্তার নিশ্চিত করে বলতে পারছে না তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে!

রাত্রি খুব কাছে এসে অবাক হলো

তার বিশ্বাস ছিল কেউ একজন তার অপেক্ষায় থাকবে

যখন দেখলো দরজায় দুই মণ ওজনের তালা ঝুলছে,

বিশ্বাসের টুটি চেপে আস্থার ডিব্বাটা ধপাস করে ভেঙে ফেললো।

অতঃপর এক ঝুড়ি হতাশা নিয়ে আসার পথ ধরে নিজ গাঁয়ে ফিরে গেল।

আকাশটা আজ কেমন জানি,

মন মরা, একদম রাগঢাকহীন, মনে হচ্ছিল বেশ অভিমানী

চাঁদেরও আজ ঘুম ভাঙেনি,

খবর নিয়ে জানলাম গত কয়েক রাত এত এত জোসনা বিলিয়েছে যে,

ক্লান্ত পরিশ্রান্ত মন নিয়ে বিছানায় পড়ে আছে,

ক্লান্তি ঝেড়ে উঠতে পারেনি,

খুব আয়েশে বিশ্রাম নিচ্ছে শান্তির ঠিকানায়, ক্লান্তি এখনো কাটেনি।

সুযোগ পেয়ে অমাবস্যা ঘুটঘুটে অন্ধকার ছড়িয়ে দিলো পুরো পৃথিবী জুড়ে

ঢেকে দিল পৃথিবীর নান্দনিক রূপটাকে

যেন অস্থির লাগে পৃথিবীর মায়া ছেড়ে যেতে।

অন্ধকার ভেদ করে দূর থেকে ভেসে আসছিল মায়াবী কান্নার আওয়াজ

মনে হলো যেন কারো বিশ্বাস ভেঙে গেছে

নাড়ীর বন্ধন ছিন্ন করে কেউ অনেক দূরে সরে যাচ্ছে

অথবা কারো কপালের সিঁদুর তীব্র ঝড়ে উড়ে গেছে,

কিংবা কারো ঘরে ফেরা মানুষটি এখনো ফেরেনি

স্বজনের চিৎকারে আকাশ বাতাস বেশ ভারী হয়ে উঠছে।

শুনতে পেলাম শুকতারার ভীষণ জ্বর

দূর আকাশে সেও আজ একাকী, নিরব, নিথর।

জোনাকিরা পালিয়ে গেছে বনে,

বেইলি রোড আগুনে জ্বলছে-সংবাদ শুনে।

এই শহর আগুনের শহর, যেন এক জ্বলন্ত অগ্নিকুণ্ড

মাঝে মাঝে পোড়া মানুষের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে অজানা ইশারায়

হঠাৎ হঠাৎ বড় বড় ভবন বা রেস্তোরাঁয়

কিংবা খুব নিরালায় নিরাপদহীন বস্তির আঙিনায় আগুন লাগে

জীবন্ত মানুষ আগুনে পুড়ে।

বুঝি না প্রতিকারহীন এই সমাজ এখনো কি করে বেঁচে আছে

হয়তো আমাদেরই কারো কারো গুনে,

জ্ঞানী-গুণী-পাপী কিংবা আমজনতা তাদেরই তো মানে।

মনের ইচ্ছেগুলো মরে গেছে প্রতিহিংসার জোরে

দলছুট হয়েছি বিশ্বাসের মূলে ছুরিকাঘাত করেছি বলে।

মেঘ বলছে ও জোনাকিরা যাসনে ওদিকে

তোরাও আজ পালা

বুঝবি না কষ্টের কি জ্বালা

আগুনে ঝলসানো শরীরের যন্ত্রণা সারাবেলা!

আগুন আগুন আগুন বাঁচাও বাঁচাও বাঁচাও চিৎকারে

বেইলি রোড এখনো কাঁদে

সহস্রাব্দের নিষ্ঠুরতা আমাকে অনুক্ষণ ক্ষতবিক্ষত করে।

গভীর নিশিথে কেউ একজন এখনো জেগে আছে

এক বুক ভালোবাসা হৃদয়ে ধারণ করে

কেউ যদি দুয়ারে এসে হঠাৎ কড়া নাড়ে!

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ