ঢাকা, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫

আকাশ-জলের বার্তা

প্রকাশনার সময়: ৩০ এপ্রিল ২০২৪, ২২:৩৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ২২:৪৩

হে মানুষ,

আমি তোমাদের প্রিয় আকাশ বলছি -

আমি ভীষণ শংকিত আজ!

তোমাদের জন্য এনেছি আমার আর্ত আহ্বানের জরুরী বার্তা!

তোমরা কান পেতে শোন-

খুব বেশি বিষাক্ত হয়ে উঠেছি আমি।

আমি দিব্যদৃস্টিতে দেখতে পাচ্ছি,

তোমরা মেতেছ রুচিহীন দম্ভে কেড়ে নিতে:

আমার শরতের সাজ;

হৈমন্তি হাওয়ার সাথের আমার মিতালী;

মেঘের আঁচল, চাঁদের ছায়া;

চৈতালী হাওয়ায় চকোরির আমার বুকে ভেসে যাওয়া।

আমি দিন দিন শংকিত হচ্ছি

বিধ্বংসী বারুদের বহ্নিৎসবের আয়োজনে মেতেছে

তোমাদেরই কিছু উন্মাদ, মুর্খদের দল!

অবারিত বুক আমার আজ প্রকম্পিত! প্রজ্জ্বলিত নিয়ত আমি,

ধ্যানভঙ্গ আমার নিস্তব্দ নিরবতা, আমি দিনদিন অরক্ষিত হয়ে পড়ছি

কিছু ধ্বংসপ্রিয় মানুষের দৃস্টি পড়েছে আমার নিবিড় ছায়াতলে,

তারা উঠে পড়ে লেগেছে

আমার নির্মল উদারতার নি:শব্দতাকে ভেঙে

চুরমার করে দিতে।

আমি শংকিত!

বিয়োগান্তক দৃশ্যগুলোকে যে আমাকেই দেখতে হয়

সারি সারি জলের তীরে ভেসে থাকা মৃতদেহ;

অবারিত ধরণীর সবুজ আঁচলে,

ছোপ ছোপ পোড়া ক্ষতের দগদগে ঘাঁ;

উচ্ছলিত প্রেমিকের স্নেহহীন,

নির্লিপ্ত আলু-থালু মুখচ্ছবি;

পিতামাতাহীন অনাথ শিশুর অবুঝ কান্না;

তোমাদের সমৃদ্ধির ধ্বংসাবশেষ!

হে মানুষ,

আমি তোমাদের প্রিয় মহাজলরাশির ধারা বলছি -

আমি ভীষণ শংকিত আজ!

আমার আর্ত আহ্বানের বার্তা নিয়ে এসেছি,

তোমাদের কাছে।

তোমরা চোখ মেলে দেখ -

কিভাবে বিষাক্ত করে চলেছ আমাকে!

কিভাবে উত্তপ্ত করে তুলেছ আমার শান্ত বুক

তোমাদের সমৃদ্ধি আর প্রগতির নামে!

কিভাবে করেছ বিষন্ন আমাকে, রক্ত আর বিষে;

বারুদে, পরমানুর বিষাক্ত ক্লেদে, দূষণে দূষনে;

কিভাবে শুষে নিচ্ছ আমার তোমাদের জন্যে সঞ্চিত শীতল ভালবাসা!

অথচ

আমিতো চেয়েছিলাম, শুষে নিব তোমাদের বিশুদ্ধ কস্ট

আকাশ সূর্য্য চাঁদের সাথে গড়েছিলাম, নিবিড় বন্ধন।

তোমাদের সজীব রাখতে,

গড়েছিলাম বিশাল কোল, জলের মায়ার।

হে মানুষ!

তোমাদের কি মতিভ্রম ঘটেছে!

ভেবে দেখেছ কি, কোথায় চলেছ তোমরা?

অবারিত পৃথিবীর অনিবার্য ধ্বংসলীলার

আত্মঘাতি প্রতিযোগীতায়?

জলে, স্থলে, অন্তরীক্ষে!

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ