ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

২২ শিক্ষাপ্রতিষ্ঠানে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

প্রকাশনার সময়: ০৯ মে ২০২৪, ১৯:৩৭

পটুয়াখালীর ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক বৃক্ষরোপণ করেছে রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৯ মে) বেলা ১২টার দিকে পটুয়াখালী সরকারি জুবিলি মাধ্যমিক বিদ্যালয় থেকে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হয়। প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন মৃধা কর্মসূচির ‍উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, সারাদেশে গরমের দাপট দেখা দিয়েছে। এ থেকে আমাদের পরিত্রাণ করতে পারে একমাত্র গাছ। গাছের অনেক গুনাগুণ রয়েছে, যেটা আমরা সবাই অবগত। আমরা আজ পটুয়াখালী শহরের অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে গাছ রোপণ করবো। এরপরে ধীরে ধীরে বিভিন্ন স্থানে এ কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ