রিমঝিম গ্রুপ ও যমুনা সেফটি অ্যান্ড সিকিউরিটি সার্ভিস লিমিটেডের (জেএসএসএসএল) মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যে ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে রিমঝিম গ্রুপ।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে শেফ'স টেবিল ফুটবল গ্রাউন্ডে প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেএসএসএসএল এর পরিচালক ও সিইও ফেরদৌস উর রহমান, রিমঝিম গ্রুপের জেনারেল ম্যানেজার মইনুল হক তন্ময় ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আরিফুল ইসলাম এবং দৈনিক নয়া শতাব্দীর অনলাইন ও মাল্টিমিডিয়া ইনর্চাজ মো. মাসুদুল ইসলাম।
৪-১ ব্যবধানে হারলেও ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জেএসএসএসএল-এর তাসনিন নেওয়াজ খান (সাবেক কমান্ডার)। অন্যদিকে, সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রিমঝিম গ্রুপের সহকারী জেনারেল ম্যানেজার এন এম নকিবুল হক।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি এবং সেরা খেলোয়াড়দের পদক তুলে দেন অতিথিরা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ