দ্বিতীয় কোয়ালিফায়ারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম আসরের গ্র্যান্ড ফাইনালেও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৬টায় দশম আসরের গ্র্যান্ড ফাইনালের এই টস অনুষ্ঠিত হয়।
বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির হ্যাটিট্রক শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করতে বদ্ধপরিকর ফরচুন বরিশাল।
এ নিয়ে পঞ্চমবারের মতো বিপিএলের ফাইনাল খেলছে কুমিল্লা। এর আগে চারটি ফাইনালে খেলে সবগুলোতেই জিতেছে তারা। ফাইনালের আগে এমন দুর্দান্ত রেকর্ড কুমিল্লাকে স্বভাবতই মানসিকভাবে চাঙ্গা রাখবে।
অন্যদিকে, ধারাবাহিকতা বজায় রেখে দারুণ ফর্মে আছে বরিশালের খেলয়াড়রা। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তো সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারানোর পেছনে বড় অবদান রাখেন বরিশালের সিনিয়র ব্যাটার মুশফিকুর রহিম। তার দায়িত্বশীল ইনিংসেই ফাইনালে ওঠে বরিশাল। আজকের ফাইনালে তাই কুমিল্লাকে হারানোর ব্যাপারেও আশাবাদী বরিশাল শিবির।
এদিকে, তুমুল আলোচিত এই ফানালে আগে ব্যাট করতে নামতে হচ্ছে টস হারা কুমিল্লাকে। দলটির অধিনায়ক জানিয়েছেন, ১৬৫+ রানের লক্ষ্যেই ব্যাট করবেন তারা। যদিও বিপিএল সংশ্লিষ্ট আলোচকরা বলছেন ১৭০ রানের কম করলে হারবে কুমিল্লা। বাকিটা এখন কেবল মাঠেই দেখার অপেক্ষা।
নয়াশতাব্দী/এনএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ