ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

রমজানে ফলের দাম বৃদ্ধি না হোক

প্রকাশনার সময়: ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৩৯

পবিত্র রমজান আসার সঙ্গে সঙ্গেই ফলের দাম দ্রুত গতিতে বেড়ে যায়। একটা বিব্রতকর পরিস্থিতির সঙ্গে লড়তে হয় সাধারণ মানুষকে।

বছরের অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে ফলের চাহিদা থাকে অনেক বেশি। তাই এই চাহিদাকে কাজে লাগিয়ে বাজারে কৃত্রিম সিন্ডিকেট তৈরি করে, সাধারণ মানুষকে জিম্মি করে, বড় অঙ্কের মুনাফা অর্জনের লক্ষ্যে, খুব সহজে টাকা হাতিয়ে নেয় একশ্রেণির অসাধু ব্যবসায়ী। যার কারণে পুরো রোজার মাস থাকে সিন্ডিকেটের দখলে।

আর এই সিন্ডিকেটকে কাজে লাগিয়ে, কয়েক মাস আগে হস্তগত মালকে গুদামজাত করে তালাবদ্ধ করে রাখা হয়। যখন বাজারে এর চাহিদা বেড়ে যায়, তখন সেটা দ্বিগুণ দামে বাজারে ছাড়া হয়। এর একটি সুষ্ঠু সুরাহা রোজার পূর্বে করা না গেলে, নির্ঘাত বড় ধরনের একটা বেগ পোহাতে হবে সাধারণ মানুষকে।

ফফলশ্রুতিতে ফল কিনতে গিয়ে কঠিন বিপাকে পড়ে যাবে দিনমজুর বা হতদরিদ্র মানুষেরা। তাই রমজানের আগে ব্যবসায়ীদের মধ্যে একটি নীতিমালা জারি করে দেওয়া উচিৎ। এটা এখন সময়ের দাবি।

অতএব, এমন দুর্দান্ত কাজের জন্য একটি কার্যকর ভূমিকা পালন করা অতিব জরুরি।

লেখক- ছড়াকার, কলামিস্ট।

নয়া শতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ