ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশিদের মসজিদ নির্মাণে ৭ কোটি টাকা দিলেন মালয়েশিয়ান

প্রকাশনার সময়: ২৭ মার্চ ২০২৪, ১৩:২৩

মালয়েশিয়ার কুয়ালালামপুরের পুচং এলাকায় ফ্যাক্টরির বেশিরভাগ কর্মী বিদেশি। তবে সেখানে নেই কোন মসজিদ। এবার সেখানে জামে মসজিদ নির্মাণের জন্য প্রায় সাত কোটি টাকা আর্থিক অনুদান দিয়েছেন এক মালয়েশিয়ান নাগরিক।

রমজানের শুরুতেই অনুদান ও মসজিদ নির্মাণের আনুষ্ঠানিক এ ঘোষণা দেন মসজিদ কমিটির সভাপতি স্থানীয় নাগরিক হাজি ওথস ম্যান বিন এনগাদিমিন। এসময় অনুদানের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। তবে ঘোষণা সময় দানকারী উপস্থিত থাকলেও নাম প্রকাশ না করার জন্য অনুরোধ জানান।

এসময় প্রবাসী বাংলাদেশিদের জন্য মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণে এগিয়ে আসায় ধন্যবাদ জানান মসজিদের সার্বিক তত্ত্বাবধায়নে থাকা মোহাম্মদ ইব্রাহিম মোল্লা।

অন্যদিকে, মসজিদ নির্মাণের এ ঘোষণায় বেশ খুশি সেই এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে, বাংলাদেশিদের মসজিদ নির্মাণের জন্য মাত্র দুই রিঙ্গিতে সরকারি এই জায়গা বরাদ্দ করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ