ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২৪, ২১:০৮

ময়মনসিংহের ত্রিশালে জমিতে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে উমর ফারুক (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ত্রিশাল সদর ইউনিয়নের ছলিমপুর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

মো. উমর ফারুক একই গ্রামের মুকছেদ আলীর ছেলে।

উমর ফারুকের ভাই ফরহাদ ও প্রতিবেশী শহীদ বলেন, প্রচণ্ড গরমের মাঝেই তিনি জমিতে ধান কাটতে যান। এরপর অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উনার কোনো সন্তানাদি নেই। ত্রিশাল বাজারে উনার একটি ওয়ার্কশপের দোকান রয়েছে।

ত্রিশাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসাইন বলেন, শুনলাম প্রচণ্ড গরমের মধ্যে উমর ফারুক বাড়ির পাশের জমিতে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে জমিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ