ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

ভারতের কাছে সব ম্যাচেই হারল বাংলাদেশ

প্রকাশনার সময়: ০৯ মে ২০২৪, ২০:৫৬

শেষ ম্যাচে এসে নিজেদের সেরা ব্যাটিং করেও যাওয়া গেল না লক্ষ্যের কাছাকাছি। পাঁচ ম্যাচের সিরিজে প্রায় কখনোই সেভাবে লড়াই করতে পারেনি স্বাগতিকরা। একচ্ছত্র দাপট দেখানো ভারত শেষ ম্যাচে বেশ বড় লক্ষ্য দেয়। পরে তারা জয়ও পায় স্বাচ্ছন্দ্যে।

বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বাংলাদেশ নারী দলকে ২১ রানে হারিয়েছে ভারত নারী দল।

শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ভারত। ওই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। সিরিজের আগের সবগুলো ম্যাচেও হেরেছিল তারা।

টস জিতে এদিন ব্যাট করতে নামে ভারত। ২৫ রানে গিয়ে উদ্বোধনী জুটি ভাঙে তাদের। ১৪ বলে ১৪ রান করা শেফালি ভার্মা ক্যাচ দেন ফারিহা তৃষ্ণার হাতে। আরেক ওপেনার স্মৃতি মান্ধানাকে আউট করেন নাহিদা আক্তার। তার বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৪ চার ও ১ ছক্কায় ২৫ বলে ৩৩ রান করেন স্মৃতি।

দুই ওপেনারের বিদায়ের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারতের ব্যাটিং। ৪২ বলে ৬০ রানের জুটি গড়েন হারমানপ্রিত কৌর ও দয়ালান হেমলথা। এই জুটিও ভাঙেন নাহিদা। ৪ চারে ২৪ বলে ৩০ রান করা হারমানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। পরের বলেই হেমালাতার উইকেটও পেয়ে যায় বাংলাদেশ। রাবেয়া খানকে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন ২ চার ও সমান ছক্কায় ২৮ বলে ৩৭ রান করা হেমালাতা।

যদিও দুই সেট ব্যাটার হারানো ভারতকে চেপে ধরতে পারেনি বাংলাদেশ। উল্টো ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২৮ রান করে দলের রান দেড়শ পার করে নিয়ে যান রিচা ঘোষ। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে নাহিদা ও সমান ওভারে ২৮ রান দিয়ে দুই উইকেট নেন রাবেয়া খান।

রান তাড়ায় নেমে ৫২ রানে ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দুই ওপেনারের মধ্যে ৮ বলে ৪ রান করেন দিলারা আক্তার, সোবহানা মোস্তারির ব্যাটে ৩ চারে ৯ রান আসে। তিনে খেলতে নেমে ২১ বলে ২০ রান করে রাধা যাদবের বলে এলবিডব্লিউ হন রুবেয়া হায়দার। ১৪ বল খেলে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি করেন স্রেফ ৭ রান।

৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন রিতু মণি ও শরিফা খাতুন। ৪১ বলে ৫৭ রানের জুটি গড়েন এই দুজন। ৩৩ বলে ৪ চারে ৩৩ বলে ৩৭ রান করেন আশা সোবহানার বলে বোল্ড হন রিতু মণি। তার বিদায়ের পরও শেষ অবধি অপরাজিত থাকেন শরিফা খাতুন।

৩ চারে ২১ বলে ২৮ রান করেন তিনি। ১১ বলে ১৪ রান করে তার সঙ্গে অপরাজিত থাকেন রাবেয়া খান। শেষ অবধি ১৩৫ রানে গিয়ে থামে বাংলাদেশের ইনিংস।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ