ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, গণস্বাস্থ্যকে ১০ লাখ টাকা জরিমানা

প্রকাশনার সময়: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫১ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৩

গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১১০ জনের ছাত্রত্ব বহাল রেখেছেন আপিল বিভাগ। তবে, অতিরিক্ত শিক্ষার্থী ভর্তির কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

জরিমানার টাকা খুলনা গণস্বাস্থ্য হাসপাতাল ও কিউনি ফাউন্ডেশনকে দিতে বলা হয়েছে। আদালতে শিক্ষার্থীদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি, অ্যাডভোকেট শাকিলা রওশন।

২০১০ সাল থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য মেডিকেল কলেজে ১১০ জন করে ভর্তির অনুমতি ছিল। তবে, ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হলে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না বলে সিদ্ধান্ত হয়। এর বিরুদ্ধে আপিল করলে ১০ জন বাড়িয়ে ৬০ জন করে ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল।

এরপর ১১০ জনের জায়গায় ৬০ জন ভর্তি করার অনুমতি সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটের শুনানি নিয়ে ২০২১ সালের ২৩ নভেম্বর আদালত রুল জারি করেছিলেন।

এরপর ২০২২ সালের ২৮ জুন ৬০ জন শিক্ষার্থীর ভর্তির অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হয় এবং প্রতি শিক্ষাবর্ষে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করতে পারবে বলে রায় দেন হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ