ঢাকা, বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

ফাইনালের আগে লিটনকে নিয়ে কুমিল্লা বার্তা

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২৯

নিয়ম অনুযায়ী ফাইনালের আগের দিন ঢাকার আহসান মঞ্জিলে বিপিএলের দুই ফাইনালিস্ট দলের অধিনায়কের অফিসিয়াল ফটোশ্যুট করার কথা। কিন্তু ফটোশ্যুটে লিটনের না থাকা হিসেবে ভ্রমণ ক্লান্তির কথা জানিয়েছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার মতে, ফটোশ্যুটে ভ্রমণ করে যাওয়া-আসার পর আগামীকালকের ম্যাচে এর প্রভাব পড়তে পারে।

ফটোসেশনে লিটনের না থাকা নিয়ে সালাহউদ্দিন বলেন, অবিচার হয়েছে কি-না জানি না। কালকে আমার ফাইনাল খেলা। এখন আমার অধিনায়ককে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যাবেন আড়াই ঘণ্টা জার্নি করে। আবার সে আড়াই-তিন ঘণ্টা জার্নি করে এখানে আসবে। তার তো ট্রফি দেখার চেয়ে ট্রফিটা নেওয়ার জন্য প্রস্তুতিটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক না?

এদিকে ফটোসেশনে তামিম ইকবালও তার না থাকার কারণ ব্যাখা করেছেন। নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ নিয়ে তিনি দুঃখপ্রকাশও করেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ