ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ফাইনালের আগে ফেসবুকে তামিমের দুঃখপ্রকাশ

প্রকাশনার সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৫ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৩

বিপিএলের নিয়ম অনুযায়ী ফাইনালের আগেরদিন টুর্নামেন্টের শিরোপা নিয়ে ফাইনালিস্ট দুই দলের অধিনায়ক অফিসিয়াল ফটোশ্যুট করার কথা। বিসিবি থেকে আগেরদিন ঘোষণাও দেয়া হয়েছিলো, বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আহসান মঞ্জিলের সামনে দুই অধিনায়ক ট্রফি নিয়ে অফিসিয়াল ফটোশ্যুট করবেন। সেখানে ফাইনাল খেলা নিয়ে নিজেদের চিন্তা-ভাবনা, পরিকল্পনা মিডিয়ার সামনে বিস্তারিত তুলে ধরবেন দুই অধিনায়ক।

কিন্তু আহসান মঞ্জিলে দেখা গেলো ভিন্ন চিত্র। দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশালের কোনো অধিনায়কই অফিসিয়াল ফটোশ্যুটে অংশ নেননি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লিটন দাসের অনুপস্থিতিতে এসেছেন জাকের আলি অনিক এবং ফরচুন বরিশালের তামিম ইকবালের অনুপস্থিতিতে অনুষ্ঠানে দেখা যায় মেহেদী হাসান মিরাজকে।

এ নিয়ে চলে সমালোচনা। এর মধ্যেই দুঃখপ্রকাশ করলেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে অনুষ্ঠানে যেতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন তিনি।

তামিমের স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো:

বিপিএল ফাইনালের আগে ট্রফি উন্মোচনের আয়োজনের জন্য আজকে চমৎকার একটি জায়গা বেছে নিয়েছিল বিসিবি। তবে আমি সেখানে যেতে পারিনি। এজন্য দুঃখপ্রকাশ করছি বিসিবি, বিপিএল গভর্নিং কাউন্সিল ও বাংলাদেশ ক্রিকেটের সব অনুসারীর প্রতি। অধিনায়ক হিসেবে অবশ্যই আমার দায়িত্ব ছিল এরকম একটি আয়োজনে উপস্থিত থাকা।

তবে গতকাল রাতেই আমরা কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। ম্যাচ শেষে যাবতীয় আনুষ্ঠানিকতা সেরে হোটেলে ফিরতে আমাদের অনেক রাত হয়ে যায়। এরপর ফাইনালে ওঠার আনন্দ উদযাপনের জন্য দল থেকে বিশেষ আয়োজন ছিল। পাশাপাশি, অধিনায়ক হিসেবে আমার বাড়তি কিছু ব্যস্ততাও ছিল। সবকিছু শেষ করতেই আমার অনেকটা দেরি হয়ে যায়। সকাল সাড়ে ৮টার দিকে হোটেল থেকে বের হতে হবে। তাই সেখানে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। জায়গাটি যেহেতু একটি ঐতিহাসিক স্থাপনা, ট্রফি উন্মোচনের আয়োজনটি নির্দিষ্ট ওই সময়েই করার কিছু বাধ্যবাধকতাও ছিল।

আমি ব্যক্তিগতভাবে সবসময়ই বিপিএলকে অনেক মূল্য দিয়েছি। এই টুর্নামেন্টকে ওপরে তুলে ধরার চেষ্টা করেছি। কখনোই এই টুর্নামেন্টকে কোনোভাবে খাটো করতে চাইনি। বিপিএলের জন্য কোনো কিছু করার সুযোগ পেলে ভবিষ্যতেও এগিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা করবো। তবে আজকের পরিস্থিতিতে আমার কোনো উপায় ছিল না। এজন্য আবারও দুঃখপ্রকাশ করছি।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ