ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

স্ত্রীকে গালি দিয়ে ৪২০০ ডলার জরিমানা গুণলেন স্বামী

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৮:৫২ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ২০:৫৯

শারীরিক প্রতিবন্ধী স্ত্রীকে 'আবর্জনা' বলে গালি দিয়েছিলেন চীনের এক ব্যক্তি। এ ঘটনায় ৪,২০০ মার্কিন ডলার জরিমানা করেছেন চীনের একটি আদালত। এ জরিমানার অর্থ পাবেন তার স্ত্রী।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের এক ব্যক্তির নাম ঝাও। ২০০৭ সালে ছিয়ান নামের এক নারীকে বিয়ে করেন তিনি। সুখেই চলছিল তাদের সংসার। কিন্তু এক দুর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েন ছিয়ান, হুইলচেয়ার ছাড়া চলাচলে অক্ষম হয়ে পড়েন। এরপর থেকেই স্ত্রীর প্রতি ঝাওয়ের আচরণ পাল্টে যায়।

দুর্ঘটনায় কাজকর্ম করার ক্ষমতা হারান ছিয়ান। তখন থেকেই ছিয়ানকে অবজ্ঞা করতে শুরু করেন ঝাও। তাকে যখন তখন গালাগালিও করতে থাকেন। এক পর্যায়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ঝাও। তখনই নিজের অধিকার আদায়ের জন্য অভিযোগ করেন ছিয়ান।

আদালতের শুনানিতে জানা যায়, স্ত্রীর প্রতি যত্ন ছিল না ঝাওয়ের। শারীরিক প্রতিবন্ধী অবস্থায় ছিয়ানকে সাহায্য দূরের কথা, উল্টো অবজ্ঞা করতেন তিনি।

একাধিক শুনানির পর আদালত রায় দেয়, ছিয়ানের ক্ষতি করেছেন ঝাও। তার আচরণ মানসিক অত্যাচারের শামিল। ছিয়ানকে ৩০,০০০ ইউয়ান (৪,২০০ মার্কিন ডলার) জরিমানা দেবেন ঝাও। এছাড়া বিচ্ছেদের পর দুজনের মিলিত সম্পদ থেকে মাত্র ৪০ শতাংশ পাবেন ঝাও।

এ ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকের মাঝেই ক্ষোভ দেখা যায় ঝাওয়ের প্রতি। এমনকি তাকে আরও কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকে। নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ