ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

করোনায় ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৯

প্রকাশনার সময়: ০৮ মার্চ ২০২৪, ২১:২০

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্তান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৯২ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ৮৪৭ জনে।

শুক্রবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান ৮৮৫টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ৭৫৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৪৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪৮ জন ঢাকার ও একজন চট্টগ্রাম জেলার বাসিন্দা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৮২০ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ