ঢাকা, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশনার সময়: ০৮ মে ২০২৪, ১৬:২০

কুমিল্লার চৌদ্দগ্রামে নির্মাণাধীন নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল ইসলাম তপু (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মে) লক্ষ্মীপুর গ্রামের জামে মসজিদপাড়া এলাকার এ ঘটনা ঘটে।

নিহত তপু লক্ষ্মীপুর গ্রামের জামে মসজিদপাড়া এলাকার মৃত আব্দুস সোবহানের ছোট ছেলে। তিনি চৌদ্দগ্রাম আল-নূর হাসাপাতালে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, তপু প্রতিদিনের মতো বুধবার সকাল ৯টায় নির্মাণাধীন বসতঘরের কাঁচা দেয়ালে মোটরপাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। এ সময় পানি ছিটকে ঘরের বৈদ্যুতিক সুইচবোর্ড ভিজে যায় এবং ঘরের মেঝেতে পানি জমে। পানি দেওয়া শেষ হলে তপু ওই ঘরের একটি কক্ষের বৈদ্যুৎতিক বাতির বন্ধ করতে সুইচবোর্ডে হাত দেওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের মেঝেতে পানি জমে থাকায় বৈদ্যুতিক শর্টের ফলে সে দীর্ঘক্ষণ সুইচবোর্ডের সাথে আটকে থাকে। পরে ঘরের মেইনসুইচ বন্ধ করে ওই ঘরে কর্মরত রাজমিস্ত্রিসহ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ