ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

থেমে গেল ‘এক্স-মেন’  অভিনেতার জীবন

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৪, ১০:১৬ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১২:১২

‘এক্স-মেন’খ্যাত অভিনেতা অ্যাডান ক্যান্টো মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে সোমবার (৮ জানুয়ারি) মারা যান তিনি। মেক্সিকান এই অভিনেতার বয়স হয়েছিল ৪২ বছর। চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি এ খবর প্রকাশ করেছে।

অ্যাডান ক্যান্টোর জনসংযোগ কর্মকর্তা জেনিফার অ্যালেন ইউএস টুডেকে একটি বিবৃতি পাঠিয়েছেন। এতে অ্যালেন বলেন, ‘অ্যাডানের একটি গভীর হৃদয় ছিল, যা খুব কম মানুষই জানতেন। যারা এই হৃদয়ের আলো দেখেছেন তারা আজীবনের জন্য বদলে গেছেন। তাকে অনেকেই মিস করবেন।’

১৯৮১ সালে মেক্সিকোতে জন্মগ্রহণ করেন অ্যাডান ক্যান্টো, বেড়ে উঠেছেন টেক্সাসে। ২০১৩ সালে আমেরিকান ড্রামা সিরিজ ‘দ্য ফলোয়িং’-এর মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ২০১৪ সালে ‘এক্স-মেন: ডেস অব ফিউচার পাস্ট’ সিনেমায় সানস্পট চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান। এরপর বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি বেশ কটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র পরিচালনা করেছেন অ্যাডান ক্যান্টো। এ তালিকায় রয়েছে— ‘বিফোর টুমরো’, ‘দ্য শুট’।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ