ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জিলকদ ১৪৪৫

জাবিতে 'গল্পে গল্পে বঙ্গবন্ধু' আয়োজন

প্রকাশনার সময়: ০৭ মার্চ ২০২৪, ২২:১৩

'এসো বঙ্গবন্ধুকে আগামীর মননে পৌছে দেই' স্লোগানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শিশুদের নিয়ে 'গল্পে গল্পে বঙ্গবন্ধু' আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তরী।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক আশেক মাহমুদ সোহানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ও তরী'র উপদেষ্টা ড. মোহাম্মদ তারিকুল ইসলাম। শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমরা সোনার শিশুরা পড়াশুনা করবে, ন্যায়ের পথে থাকবে, পিতা-মাতার সেবা করবে তাহলে এভাবে তোমাদের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার দেশ গড়ে উঠবে।'

অনুষ্ঠানের উদ্যোক্তা আশেক মাহমুদ সোহান বলেন, ‘বঙ্গবন্ধু শৈশব কাল থেকেই সৎ ছিলেন অন্যের উপকার করতেন, ঠিক যেমন তিনি তার কৈশোরে এক বৃদ্ধকে ছাতা দিয়ে সাহায্য করেছিলেন ঠিক স্বাধীনতার যুদ্ধের সময় এদেশের মানুষকে আগলে রেখেছিলেন, আমাদের বঙ্গবন্ধুর সেই আদর্শকে নিয়েই বড় ভালো মানুষ হতে হবে।’

অনুষ্ঠানে তরী'র সাধারণ সম্পাদক রিসান হাবিব বলেন, ‘আমাদের ইতিহাসের অনেক কিছুই শিশু-কিশোরদের অজানা। শিশু-কিশোরদের আমাদের ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব-কৈশোর সম্পর্কে গল্পচ্ছলে জানানোই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।’

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৮ এপ্রিল ‘আলোর পথে আমরা’ এই স্লোগানকে ধারণ করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘তরী’ স্কুল সাত-আট জন পথশিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাতে শুরু হয় যাত্রা। বর্তমানে এই সংগঠনটিতে সুবিধাবঞ্চিত শিশুর সংখ্যা প্রায় একশ জন। তরী’র স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে পাঠদানের পাশাপাশি শিশুদের নিয়ে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, শিক্ষাসফর, শিক্ষাসামগ্রী ও খাবার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ