ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

শিক্ষক লাঞ্ছণার ঘটনায় পবিপ্রবি কর্মকর্তা সাময়িক বরখাস্ত 

প্রকাশনার সময়: ০৪ মার্চ ২০২৪, ১৫:৫১

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে কর্মরত পিও টু প্রো-ভিসি মো. সামসুল হক রাসেলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) রাত ১০টায় পবিপ্রবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত'র অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯টায় কর্মকর্তা মো. সামসুল হক রাসেল বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের (কৃষিকুঞ্জ) ডাইনিং কক্ষে বিশ্ববিদ্যালয়ের পোস্ট হারভেস্ট টেকনোলজি অ্যান্ড মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ জীবননাশের হুমকি দেন। পরবর্তীতে সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. সামসুল হক রাসেলের বিরুদ্ধে রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগের বিষয়টি তদন্তের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠিত হয় এবং তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে পবিপ্রবি কর্মকর্তা মো. সামসুল হক রাসেল কর্তৃক অধ্যাপক মো. নজরুল ইসলামকে আক্রমণাত্মক ভঙ্গিতে অশালীন ভাষায় গালিগালাজ করাসহ হুমকি-ধামকি প্রদান করা তদন্ত কমিটির নিকট প্রতীয়মান হয়।

যার ধারাবাহিকতায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২(খ) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির ২(খ) ধারার অপরাধে উক্ত বিধির ধারা ৯ অনুযায়ী পবিপ্রবি কর্মকর্তা মো. সামসুল হক রাসেলকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সাথে তার OSD (Officer on Special Duty) প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, সাময়িক বরখাস্ত থাকাকালীন ওই কর্মকর্তা পবিপ্রবির কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিকের অধীনে থাকবেন এবং এসময়ে তিনি সরকারি ও পবিপ্রবি বিধি মোতাবেক খোরপোষ ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ