ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়

প্রকাশনার সময়: ১০ এপ্রিল ২০২৪, ১১:৩৮ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪, ১১:৪৩

ঈদযাত্রার শেষ দিনে ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করার জন্য নাড়ির টানে বাড়ি ফিরেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোনো যানজট। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪৭ হাজার ৭৫৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ৩০ লাখ ৯৯ হাজার ৪০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, উত্তরবঙ্গগামী ৩৩ হাজার ১৩১টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ১৬ লাখ ৭৪ হাজার ৫৫০ টাকা। বিপরীতে ঢাকাগামী যানবাহন পারাপার হয় ১৬ হাজার ৬২৪টি। এতে টোল আদায় হয় এক কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০ টাকা। সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে ৯ হাজার ৩২৪টি।

বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ