ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

অভিষেক ঝড়, টানা দুই ম্যাচ হার বর্তমান চ্যাম্পিয়নদের

প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২৪, ১১:০৫

মাত্র এক ওভার বল করেছিলেন অভিষেক শর্মা। ৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। বল হাতে যেভাবে শুরু করেছিলেন, ব্যাট হাতেও একইভাবে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংসের সূচনা করেন তিনি। রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হায়দরাবাদের ইনিংস শুরুর পর ক্ষণিকের জন্য মোহাবিষ্ট হয়েছিলো দর্শকরা।

মাত্র ১২ বল খেলেছিলেন অভিষেক। তাতেই যে ঝড় তুলেছিলেন, শেষ পর্যন্ত তা দলকে জয় এনে দিয়েছে অনায়াসে। ১২ বলে ৪টি ছক্কা এবং ৩টি বাউন্ডারি মেরেছেন তিনি। ৩০৮.৩৩ স্ট্রারইক রেটে করেছেন ৩৭ রান। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে ১৬ বলে ৪৬ রানের জুটি গড়ে বিদায় হন অভিষেক শর্মা।

শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখেই, চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের ২য় জয় তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের করা ১৬৫ রানের জবাবে ১৮.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এ নিয়ে টানা দুই ম্যাচে হারতে হলো বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। আগের ম্যাচে তারা দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিলো ২০ রানে। পরের ম্যাচে শুক্রবার রাতে হারলো সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

১২ বলে যে ঝড় তুলে দিয়ে গিয়েছিলেন অভিষেক শর্মা, তাতেই ম্যাচ সেরার পুরস্কার উঠলো তার হাতে। এইডেন মারক্রাম ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেও ম্যাচ সেরা হতে পারেননি, অভিষেকের ইনিংসের ইম্প্যাক্ট বেশি ছিল বলে। ২৪ বলে ৩১ রান করেন ট্রাভিস হেড।

শাহবাজ আহমেদ ১৮ রান করেন। ১০ রান করেন হেনরিক ক্লাসেন এবং ১৪ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নিতিশ কুমার রেড্ডি।

এর আগে টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠান স্বাগতিক হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে বড় কোনো ইনিংস খেলতে পারেনি চেন্নাইয়ের ব্যাটাররা। ফলে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে তারা। ৪৫ রান করেন শিবাম দুবে, ৩৫ রান আসে আজিঙ্কা রাহানের ব্যাট থেকে। ৩১ রানে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা।

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ