ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

ওমরাহ ভিসার মেয়াদ কমালো সৌদি

প্রকাশনার সময়: ১৫ এপ্রিল ২০২৪, ২১:১৩

ওমরাহ ভিসার মেয়াদ কমিয়েছে সৌদি আরবের সরকার। আগে এই ভিসার মেয়াদ থাকত আরবি চান্দ্র বর্ষপঞ্জির একাদশ মাস জিলক্বদের ২৯ তারিখ পর্যন্ত। সরকারের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে এই মেয়াদ জিলক্বদের ১৫ তারিখ পর্যন্ত থাকবে।

রোববার (১৫ এপ্রিল) এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ ভিসার মেয়াদ কমানো হয়েছে। এখন থেকে ওমরাহ ভিসার মেয়াদ হবে ১৫ জিলক্বদ পর্যন্ত।’

প্রসঙ্গত জিলক্বদের পরের মাসের নাম জিলহজ। এই মাসের ৮ তারিখ থেকে হজ শুরু হয়, শেষ হয় ১৩ তারিখ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলিম হজ করার জন্য সৌদিতে সমবেত হন। তাদের একটি বড় অংশ আসা শুরু করেন জিলক্বদ মাস থেকে।

জানা গেছে, হজযাত্রীদের আবাসন ও চলাচলে সুবিধার জন্যই এ পরিবর্তন আনা হয়েছে ওমরাহ ভিসায়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ