ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ইসরায়েলের ড্রোন বাচ্চাদের খেলনা: ইরান

প্রকাশনার সময়: ২১ এপ্রিল ২০২৪, ১২:৪৫

ইতিহাসে প্রথমবারের মতো ইরানে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও এক শহরে তিনটি ড্রোন ধ্বংস করার কথা জানিয়েছে। তবে তেহরানের কর্তাদের দাবি, বাইরের দেশ থেকে ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।

সেই হামলার বিষয়ে মুখ খুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান। ইসরায়েল থেকে ছোড়া ড্রোনকে ইরানি বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা করেছেন তিনি। এমনকি, ইসরায়েল থেকে ড্রোন পাঠানোকে হামলা বলে মনে করেন না আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, শুক্রবার রাতে যা ঘটেছে তাকে কোনো আক্রমণ বলা যাবে না।

শনিবার (২০ এপ্রিল) এনবিসি নিউজের টম লামাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আমির-আব্দুল্লাহিয়ানের মতে, ইসরায়েল তাদের স্বার্থে কোনো রকম আঘাত করেনি, তাই ইরানও কোনো নতুন প্রতিক্রিয়া দেখাবে না।

তবে ভবিষ্যতে কোনো ধরনের হামলা হলে তার তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

আবদুল্লাহিয়ানের এমন সব মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। সেই হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত ১৩ এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ হামলার প্রতিশোধ নিতে গত শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে ইরানের ইসফাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ