ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জিলকদ ১৪৪৫

সোমবার ঈদের চাঁদ দেখতে সৌদির আহ্বান

প্রকাশনার সময়: ০৬ এপ্রিল ২০২৪, ১৭:৩৭ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১৭:৫১

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব। দেশটির নাগরিকদের সোমবার (৮ এপ্রিল) সন্ধ্যায় নতুন চাঁদ দেখার এ আহ্বান জানায় সৌদির আদালত।

সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, চাঁদ দেখা সংশ্লিষ্টরা; যাদের চাঁদ দেখার ক্ষমতা আছে, তারা এ বিষয়ে তৎপর হবেন। সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, খালি চোখে বা দুরবীনের মাধ্যমে যারা নতুন চাঁদ দেখতে সক্ষম হবেন, তাদেরকে স্থানীয় আদালতকে এ তথ্য অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

যারা স্থানীয়ভাবে এই চাঁদ দেখা কর্মসূচিতে যোগ দেবেন, অংশগ্রহণকারিদের জন্য পুরস্কার রয়েছে বলেও জানিয়েছে সৌদি আদালত।

উল্লেখ্য, সোমবার সৌদিতে পবিত্র রমজান মাসের ২৯ দিন হবে। যদি ওইদিন শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে পরের দিন মঙ্গলবার (৯ এপ্রিল) দেশটিতে উৎযাপিত হবে খুশির ঈদ। কিন্তু যদি সোমবার চাঁদ দেখা না যায় তাহলে রমজান মাস ৩০ দিনের হবে এবং বুধবার দেশটিতে ঈদ পালিত হবে।

সৌদি আরব ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে চাঁদ দেখা যাওয়া নিয়ে সারা বিশ্বের সব মুসল্লিদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সৌদি আরবের একদিন পরে ঈদ উদযাপন করে থাকে।

নয়াশতাব্দী/ডেস্ক

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ