ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬

ফের ডেঙ্গু আতঙ্ক, এক দিনে ৩ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৪, ১৯:৪৩

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃত তিন জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের।

বুধবার (১৫ মে) সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ২১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তির তথ্য জানিয়েছে তথ্য স্বাস্থ্য অধিদপ্তর।

এ নিয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হলো ১৩৬ জন। ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ৬৪ জন ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭২ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে- চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বড়গুনা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়।

চলতি বছরে এ পর্যন্ত দুই হাজার ৫৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৯ দশমিক ৬ শতাংশ নারী ও ৬০ দশমিক ৪ শতাংশ পুরুষ। আক্রান্তদের মধ্যে ৩৪ দশমিক ৩৫ শতাংশ ঢাকা মহানগর ও ৬৫ শতাংশ ঢাকার বাইরের।

২০০০ সালে ডেঙ্গুর বড় ধরনের প্রকোপ দেখা দেয়। এর পর থেকে এ পর্যন্ত সবোর্চ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে গত বছর।

সে বছর আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ও মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। এরআগে ২০১৯ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছায়ায়, সে বছর ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। মৃত্যু হয় ১৭৯ জনের।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ