ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বশেমুমেক) আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় স্টোর রুমে আগুন লাগে। পরে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন পর পর কোন না কোন ঘটনা হাসপাতালে ঘটে থাকে। এর আগেও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাধারণ মানুষের মনে প্রশ্ন কিছু দিন যেতে না যেতেই হাসপাতালে এসব দুর্ঘটনার কেন ঘটছে। বেশিরভাগ সময় দুর্ঘটনায় অফিসের দরকারী ও প্রয়োজনীও কাগজপত্র পুড়ে যায়, ঠিক এবারও অগ্নিকাণ্ডে ৫/৬ টি কম্পিউটার, প্রয়োজনীয় কাগজপত্র, কেমিক্যাল, কাঠের আলমারি, এসি, ফ্যান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারসহ হাসপাতাল কর্তৃপক্ষের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। পরবর্তীতে তা জানানো হবে।
নয়া শতাব্দী/এনএইচ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ