ঢাকা, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬

সাকিবের শীর্ষ স্থানে ভাগ বসালেন হাসারাঙ্গা

প্রকাশনার সময়: ১৫ মে ২০২৪, ১৭:০৮ | আপডেট: ১৫ মে ২০২৪, ১৭:৩৬

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে এক নম্বরে উঠে এসেছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুজনেরই রেটিং পয়েন্ট এখন ২২৮ করে।

এরআগে, এক সময়ে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তিন ফরম্যাটে একসঙ্গে র‌্যাঙ্কিং সেরা হওয়ার রেকর্ড গড়েছিলেন তিনি।

তবে একে একে সব হাতছাড়া হতে শুরু করেছে ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে আসা সাকিবের। শুরুতে টেস্টের সেরা অলরাউন্ডারের পদ হারিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। টেস্টে এখন তিনি তিনে আছেন।

মধ্যে ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিং থেকে দুইয়ে নেমে গেছেন। এবার টি-২০ ফরম্যাটে সাকিবের সেরা অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ভাগ বসালেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশের বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার টি-২০ র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন। তার রেটিং ২২৮। সমান পয়েন্ট নিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা যৌথভাবে টি-২০’র সেরা অলরাউন্ডার হয়েছেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ