ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করবেন যেভাবে

প্রকাশনার সময়: ১৮ মার্চ ২০২৪, ২০:০৯

ইনস্টাগ্রামে যখনই কোনো ছবি আপলোড করা হয় তা ফেসবুক দেখাতে চায় না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে ফেসবুক লিংক করা না থাকায় এমনটা ঘটে। তবে জেনে নিতে পারেন ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করবেন যেভাবে।

প্রথমে আপনার ফেসবুকে লগ ইন করুন।

তারপর যে ফেসবুক পেজটির সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি লিংক করাবেন সেই পেজটিতে যান।

এবার যে পেজটি আপনার সামনে আসবে, তাতে থাকা ‘ম্যানেজ’ অপশনে ক্লিক করুন।

এরপর বিজনেস ড্যাশবোর্ড এর বাঁ দিকে একটি মেনু অপশন দেখতে পাবেন। সেখানে গিয়ে লিংক করা অ্যাকাউন্টে ক্লিক করুন।

অ্যাকাউন্ট কানেক্ট করতে ‘কানেক্ট অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ‘ইউজার নাম’ এবং ‘পাসওয়ার্ড’ দিয়ে লগ ইন করুন। এর সাথে সাথেই ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে।

ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করার সুবিধা:

ইনস্টাগ্রামকে ফেসবুক পেজের সঙ্গে কানেক্ট করার পরে আপনি অনেক সুবিধা পাবেন। এতে আপনাকে উভয় প্ল্যাটফর্মে আলাদাভাবে পোস্ট করতে হবে না। আপনি যখনই ইনস্টাগ্রামে একটি পোস্ট করবেন তা ফেসবুকেও পোস্ট হবে। তবে আপনি সেই ছবি যদি ফেসবুকে পোস্ট না করতে চান, তাহলে পোস্টের সময় ‘শেয়ার টু ফেসবুক’ অপশনটি বন্ধ করে দিলেই হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ