ঢাকা, মঙ্গলবার, ৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ভোলায় সাপের কামড়ে ও পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৪, ১৯:০১

ভোলার চরফ্যাশনে বিষাক্ত সাপের কামড়ে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ও বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও শশিভূষণ থানা এলাকার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, আসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইয়ামিন নামের ৫ বছর বয়সী এক শিশু তার মামার সঙ্গে পুকুরে মাছ ধরছিল। এসময় বিষাক্ত একটি সাপের কামড়ে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আরফিন নামের ৮ বছর বয়সী এক শিশু পরিবারের অগোচরে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ