ঢাকা, সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

খাগড়াছড়িতে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৪

খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্লস গাইডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের নিয়ে ব্রেস্ট ক্যানসার ও জরায়ুমুখ ক্যানসারের উপর সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ সচেতনতামূলক কর্মশালাটির আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার,বাংলাদেশ গালর্স গাইড এসোসিয়েশনের কমিশনার ও আইসিডিডিআর’বি এর প্রজেক্ট কমিশনার সাবরিনা রশিদ,এবং খাগড়াছড়ি সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার বিউটি চাকমা।

কর্মশালায় অংশগ্রহনকারী পাহাড়ি বাঙালি ছাত্রীদেরকে ব্রেস্ট ক্যানসার ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করতে প্রতিশেধক হিসেবে টিকা নেয়া নেয়ার জন্য সচেতনতা সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা গালর্স গাইডার টুলু মার্মা। .

নয়া শতাব্দী/আরজে

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ