ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

ফের দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৪, ২০:১১

চুয়াডাঙ্গায় আবারও দেশে সর্বোচ্চ মাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (৫ মে) সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ।

শনিবার জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে বাতাসের আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ। চলতি মৌসুমের বেশির ভাগসময়ই এ জেলায় দেশের এবং মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, এপ্রিল প্রথম সপ্তাহ থেকেই এ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। মাঝে ২ দিন তাপমাত্রা ৩৬ ডিগ্রির কিছু কম ছিল। এপ্রিলের ১২ তারিখ থেকে একটানা অতি তীব্র থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায় এই জেলার ওপর দিয়ে। এরপর আবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হলো।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ২৫ দিন ধরে এ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। বেশ কয়েকদিন দেশের এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩ শতাংশ। এরপর দুপুর ১২ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪৮শতাংশ।

বেলা ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৩ ডিগ্রি। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৩২ শতাংশ। সন্ধ্যা ৬ টায় ৪০ দশমিক ৩ ডিগ্রি, দেশের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানান এ কর্মকর্তা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ