ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

অবৈধভাবে পুকুর খনন ও বিএডিসির নালা বিনষ্টের ঘটনায় কাউন্সিলর গ্রেফতার

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৪, ২০:২৪

নাটোরের সিংড়ায় অবৈধভাবে আবাদি জমিতে পুকুর খনন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) এপএলপি স্কিমের ১ হাজার মিটার ভূগর্ভস্থ নালা বিনষ্টের ঘটনায় আবুল কালাম নামে এক পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ মে) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভার নির্দেশে পৌর ভূমি উপ-সহকারি জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

গ্রেফতার আবুল কালাম উপজেলা শৈলমারী এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি সিংড়া পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা জানান, সিংড়া পৌরসভার পাটকোল মৌজার শৈলমারী বিলে দীর্ঘদিন ধরে স্থানীয় শামসুর রহমান শরীফ (৪০), ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল কালাম (৫৫), মো. শাহিন (৪০), মো. আমদ আলী (৫০) যোগসাজোস করে ভূমির শ্রেণি পরিবর্তন করে ভেকু মেশিন দিয়ে আবাদী জমিতে পুকুর খনন করে আসছিল।

এর আগে ওই পয়েন্টে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসন কয়েক দফায় অভিযান পরিচালনা করে ভেকু মেশিন জব্দ করে। তবে অভিযানকালে পুকুর খননকারীরা পালিয়ে যাওয়ায় তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা সম্ভব হচ্ছিল না। এরই এক পর্যায়ে ৩ মে রাতের বেলায় মাটি খননকারীরা পুনরায় পুকুর খনন শুরু করে।

বিএডিসির কর্মকর্তাদের দাবি, অবৈধভাবে পুকুর খননের ফলে বিএডিসির এপএলপি স্কিমের ১ হাজার মিটার ভূগর্ভস্থ নালা বিনষ্ট হয়। এতে প্রায় ৬ লক্ষ টাকার সরকারি ক্ষয়-ক্ষতি হয়েছে। এছাড়া ভূগর্ভস্থ নালার ক্ষতি হওয়ায় সেচ কার্য বাধাগ্রস্থ হচ্ছিল। এর প্রতিকার চেয়ে বিএডিসির সহকারী প্রকৌশলী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। এর প্রেক্ষিতে ৪ মে ইউএনওর নির্দেশে পৌর ভূমি উপ-সহকারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরে শনিবার রাতে কাউন্সিলর আবুল কালামকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রতন কুমার জানান, দায়েরকৃত মামলায় দুটি ধারায় আবুল কালামকে শৈলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, এই ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে রোববার আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ