ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে সভা

প্রকাশনার সময়: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৮ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পীরগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাটফর্মে এ সভা হয়।

দিনাজপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- পীরগঞ্জ পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ স্টেশন মাস্টার সোহরাব হোসেন সুজন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, মোহাম্মদ মিলন, দবিরুল ইসলাম, এএইচএম কামরুজ্জামান।

এ সময় বক্তারা ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক পরিবহন, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং নিজস্ব জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে টিকিট ক্রয় করাসহ বিভিন্ন ধরনের সচেতনতামূলক বক্তব্য দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- রেলওয়ে পুলিশের বিট অফিসার রুবেল আলম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, সহজ ডট কমের প্রতিনিধি জুনায়েদ কবির, পীরগঞ্জ স্টেশনের পয়েন্টম্যান নিখিল চন্দ্রসহ ট্রেনের যাত্রীরা।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ