ঢাকা, রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫

বিশ্বকাপ জিতলে ১ কোটি করে পাবে বাবররা

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৪, ২০:১৩ | আপডেট: ০৫ মে ২০২৪, ২০:২১

আগামী ২ জুন থেকে মাঠে গড়াতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। এবারের আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। ওই বিশ্বকাপে শিরোপা জিততে পারলে পাকিস্তানের ক্রিকেটারদের ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি টাকা করে পুরস্কার পাবেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তান জাতীয় দলের ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের আগে এই ঘোষণা দিয়েছেন তিনি।

পাকিস্তান দলের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটান নাকভি। সেখানে তিনি বলেন, ‘কারো পরোয়া করো না। শুধু পাকিস্তানের হয়ে খেলো। সকলে দল হিসেবে থাকো, একসঙ্গে পারফর্ম করো। আল্লাহ অবশ্যই তোমাদের সঙ্গী হবে।’

তিনি আরও বলেন, ‘তোমাদের কাছে পাকিস্তান ক্রিকেটের প্রত্যাশা অনেক। আমরা আশা করছি, তোমরা পাকিস্তানের পতাকা উচিয়ে ধরবে।’ এ সময় তিনি টি-২০ ফরম্যাটে ৩ হাজার রান করা মোহাম্মদ রিজওয়ান ও একশ’ উইকেট নেওয়া নাসিম শাহ-এর হাতে জার্সি তুলে দেন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ