ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

রূপগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

প্রকাশনার সময়: ১৭ মার্চ ২০২৪, ২১:৩৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সমু মার্কেট এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হারেজ।

এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ মোমেন, মাছুম চৌধুরী অপু, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভূইয়া, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক আরিফ খান জয়সহ অনেকে।

এসময় নেতাকর্মীরা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। কিন্তু কিছু দুস্কৃতিকারী বঙ্গবন্ধুকে তার পরিবারের সদস্যসহ নির্মম হত্যা করে। এ হত্যাকাণ্ডে ফাঁসিদণ্ডপ্রাপ্ত আসামি যারা, এখনো পলাতক তাদেরকে অতিদ্রুত দেশে এনে দ্রুত রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আহ্বান জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ