ঢাকা, সোমবার, ৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলকদ ১৪৪৫

ডাচদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আমিরাত

প্রকাশনার সময়: ১৬ অক্টোবর ২০২২, ১৪:২৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২২, ১৭:৩৫

টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে আরব আমিরাত।

এর আগে একই মাঠ জিলংয়ের কার্ডিনিয়া স্টেডিয়ামে প্রথম ম্যাচে লঙ্কানদের হার আমিরাতের ভাবনায় প্রভাব ফেলেছে। আমিরাত অধিনায়ক সিপি রিজওয়ান। তিনি বলেন, তাড়া করাটা কিছুটা কঠিন মনে হচ্ছে।

তবে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানালেন, টস জিতলে বোলিংই নিতেন। বললেন, নিখুঁত! আমিও বোলিংই করতাম।

সংযুক্ত আরব আমিরাত একাদশ: মুহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, বৃত্ত অরবিন্দ, সিপি রিজওয়ান, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, অয়ন খান, কাশিফ দাউদ, কার্তিক মিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিক, জহুর খান

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও'ডাউড, বিক্রম সিং, বাস ডি লিড, টম কুপার, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, টিম প্রিংগেল, লোগান ভ্যান বিক, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকেরেন।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নেমেই চমক দেখিয়েছে নামিবিয়া। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ১৬৩ রান সংগ্রহ করে আফ্রিকা মহাদেশের দেশটি। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১০৮ রানেই গুটিয়ে যায় শানাকার দল। ফলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই ৫৫ রানে হেরে গেল এশিয়া চ্যাম্পিয়নরা।

নয়শতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ