ঢাকা, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ১ জিলকদ ১৪৪৫

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বেতনে সৌদির ক্লাবে রোনালদো

প্রকাশনার সময়: ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:০৪ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২, ০৯:০৭

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি বেতনে সৌদি আরবের ক্লাব আল নাসরেতে যোগ দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিবিসি জানিয়েছে, দুই বছরের চুক্তিতে ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরবের ক্লাবটির হয়ে খেলবেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর পর্তুগাল অধিনায়ক ফ্রি এজেন্টে যোগ দিচ্ছেন। ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বেতন পাবেন রোনালদো। প্রতি বছর তাকে ১৭৭ মিলিয়নের বেশি ইউরো পাবে ক্লাবটি থেকে।

এর আগে মার্কা জানিয়েছিল, মোট সাত বছরের চুক্তিতে থাকবেন রোনালদো। দুই বছর থাকবেন খেলোয়াড়ের ভূমিকায়। বাকিটা সময়ে পালন করবেন অ্যাম্বাসেডরের ভূমিকা। এছাড়াও অ্যাম্বাসেডর হিসেবে ২০৩০ সালে বিশ্বকাপ আয়োজন হওয়ার দৌড়ে সৌদি আরবকে সহায়তা করবেন রোনালদো।

সৌদি গেজেট জানিয়েছে, সব কিছু কাগজে-কলমে কনফার্ম করতে সৌদি ক্লাবটির প্রেসিডেন্ট ও স্পোর্টিং ডিরেক্টর বুধবার মাদ্রিদে যান এবং শুক্রবার বিকেলে এই চুক্তিতে সই করেন। শনিবার (৩১ ডিসেম্বর) রোনালদোকে নিয়ে রিয়াদে ফিরবেন তারা। নতুন বছরের প্রথম দিনই (১ জানুয়ারি) ক্লাবটির হয়ে মাঠে নামতে পারেন রোনালদো।

নয়াশতাব্দী/জেডআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ