ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জিলকদ ১৪৪৫

শিক্ষক মুরাদের ২ দিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশনার সময়: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৪ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪৭

যৌন নির্যাতনের অভিযোগ ওঠা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদলত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযোগ এনে মুরাদ হোসেনকে আদালতে তোলা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লালবাগ থানায় শিক্ষক মুরাদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন এক তরুণী।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, ওইদিন রাতেই কলাবাগানের একটি বাসা থেকে মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে একই রাতে মুরাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে ভিকারুননিসার কর্তৃপক্ষ।

এর আগে, আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখা থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয় তাকে।

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অভিযুক্ত মুরাদ হোসেন দীর্ঘদিন ধরেই কোচিংয়ে পড়ানোর নামে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিলেন।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ