ঢাকা, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জিলকদ ১৪৪৫

প্রকাশ্যে এসেছে রচনা ব্যানার্জির সম্পত্তির পরিমাণ

প্রকাশনার সময়: ৩০ এপ্রিল ২০২৪, ১৩:৩৮

আগামী মাসেই ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার তৃণমূলের টিকিট নিয়ে ভোটে অংশ নেবেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। ইতোমধ্যেই নির্বাচনী এলাকাও বাছাই করেছেন অভিনেত্রী।

এ বছর লোকসভা নির্বাচনে রচনা জোড়াফুল প্রতীকে লড়ছেন হুগলি থেকে। ‘দিদি নং ১’-এর জন্য জনপ্রিয় এই তারকাকে নিয়ে শুরু থেকেই আলোচনা চলছে পুরোদমে। এবার রচনার সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এসেছে।

সোমবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন রচনা। যেই হলফনামায় অভিনেত্রীর মোট সম্পত্তির পরিমাণ উঠে এসেছে।

হলফনামার তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থ বছরে রচনার আয়ের পরিমাণ ৩ কোটি ১১ লাখ ২২ হাজার ৮০ টাকা। তার স্বামীর আয়ের পরিমাণ ২ লাখ ৩৯ হাজার টাকা। চলতি মাসের ২৯ এপ্রিল পর্যন্ত রচনার হাতে নগদ টাকা রয়েছে দেড় লাখ।

কলকাতার বিভিন্ন শাখায় রচনার একাধিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে। পাশাপাশি অভিনেত্রীর ২টি গাড়ি রয়েছে। ২০১৯ সালে কেনা একটি গাড়ির দাম ৮ লাখ ৬৩ হাজার টাকা। ২০২২ সালে কেনা আরও একটি গাড়ির দাম ১১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা।

রচনার মোট গয়না রয়েছে ৯৫৫ গ্রামের। যার বাজারমূল্য প্রায় ৪৭ লক্ষ ৯২ হাজার ৪৪ টাকা। অভিনেত্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৮ কোটি ১৬ লাখ ৭১ হাজার ৭৭৩ টাকা। মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ১৪ কোটি ৭০ লাখ ৫৪ হাজার ৩৫১ টাকা।

রচনার শিক্ষাগত যোগ্যতা- ১৯৯২ সালে ন্যাশনাল গার্লস হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন অভিনেত্রী। এরপরই পা রাখেন সিনেমার দুনিয়ায়। একের পর এক ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন টলিউডে।

নয়াশতাব্দী/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ