ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

ঈদে পোশাক শ্রমিকদের জন‍্য বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

প্রকাশনার সময়: ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৩১ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ১৯:৩৯

ঈদযাত্রায় পোশাক শ্রমিকদের জন্য আগামী দুই দিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।

রোববার (৭ এপ্রিল) দুপুরে তিন দিনের সফর শেষে রাজবাড়ী থেকে ঢাকায় ফেরার সময় পাংশা ডাক বাংলোয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘পোশাক শ্রমিকদের বাড়ি ফেরা নিয়ে আমরা খুব চিন্তিত ছিলাম। প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদে নিরাপদে এবং স্বাচ্ছন্দে যেন তারা বাড়ি ফিরতে পারে এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়েছি। সেই সঙ্গে পোশাক শ্রমিকদের দাঁড়িয়ে যাওয়ার জন্য স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা ও আলাদা বগির ব্যবস্থাও নেওয়া হয়েছে।’

এ সময় পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ