ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ঈদে নৌযান চলাচল নিয়ে যে সিদ্ধান্ত হলো

প্রকাশনার সময়: ২৭ মার্চ ২০২৪, ১৫:৫১ | আপডেট: ২৭ মার্চ ২০২৪, ১৫:৫৪

আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে মোট ১১ দিন সম্পূর্ণ বন্ধ থাকবে বাল্কহেড চলাচল, সেইসঙ্গে শুধু রাতে স্পিডবোট বন্ধ থাকবে বলে জানিয়েছেন নৌপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোহা. আবদুল আলীম মাহমুদ।

বুধবার (২৭ মার্চ) দুপুরে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মোহা. আবদুল আলীম মাহমুদ বলেন, ‘ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপুলিশ বদ্ধ পরিকর। তাদের যাত্রা সহজ ও নিরাপদ করতে আগামী ৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি জানিয়ে নৌপুলিশ প্রধান বলেন, ‘কোনো নৌযান প্রতিযোগিতামূলকভাবে বেশি যাত্রী বোঝাই করে বেশি স্পিড দিয়ে চালালে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ঈদে নৌযাত্রীদের নিরাপত্তা দিতে নৌ পুলিশ সব নৌঘাট, নৌটার্মিনালগুলোতে দায়িত্ব পালন করবে। সব নৌযানের চলাচলের বিষয়ে নৌপুলিশের বিশেষ নজরদারি থাকবে।’

এছাড়াও নৌপথে যেকোনো সমস্যায় জাতীয় জরুরি সেবা ও নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বরে নৌপুলিশকে অবগত করলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বর- ০১৩২০১৬৯৫৯৮ এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ